বিয়ের আগে দাম্পত্য জীবন নিয়ে ৩ মাসের বাধ্যতামূলক কোর্স!

  24-11-2019 05:06PM

পিএনএস ডেস্ক : কোনো যুগল ইচ্ছা করল বিয়ে করবে কিংবা পারিবারিকভাবে বিয়ের দিনক্ষণ সব ঠিকঠাক, এরপরেও কিন্তু বিয়ে করা যাবে না।

বিয়ের আগে একটি কোর্স করতে হবে, সেটির সার্টিফিকেট দেখানোর পরেই মিলবে বিয়ের অনুমতি।

ইন্ডিয়া টাইমস জানাচ্ছে, ২০২০ সাল থেকে এমন নিয়ম করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। বিয়ের আগে হবু বর-কনেকে করতে হবে তিন মাসের একটি প্রি-ওয়েডিং কোর্স।

গত সপ্তাহে এমন একটি ঘোষণা দেন দেশটির মানবসম্পদ উন্নয়ন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মুহাদজির এফেন্দি।

এই কোর্সে তরুণ-তরুণীদের বিয়ের আগে দাম্পত্য জীবন, শারীরিক বিষয়াবলি, সন্তান গ্রহণ ও লালন পালনের বিষয়ে শিক্ষা দেয়া হবে।

কেউ কোর্সটি সফলভাবে শেষ করতে পারলে তিনি বিয়ের জন্য উপযুক্ত হবেন। সেই সঙ্গে বিয়ের জন্য পাবেন একটি সার্টিফিকেট।

কোর্সটি পরিচালনা করবে যৌথভাবে মানবসম্পদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি খরচে বিনামূল্যে এই কোর্স করানো হবে দেশটির নাগরিকদের।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন