বলতে পারেন, এই ছবিতে কয়টা মেয়ে?

  18-03-2016 07:15AM

পিএনএস: এই ছবিটাতে আসলে কয়টা মেয়ে আছে? সোস্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই প্রশ্নের জবাব দিতে গলদঘর্ম হচ্ছে। প্রথমে মনে হচ্ছে, এটা আবার প্রশ্ন হলো? পানির মতো সহজ। কিন্তু একটু নজর বুলালেই বোঝা যাবে, কত কঠিন এই প্রশ্নের জবাব। কারণ এর সাথে মিলে আছে চোখের বিভ্রান্তি। চোখ সবকিছুই দেখে, আবার অনেক কিছু দেখে না, অনেক কিছু বেশি বেশিও দেখে।

ছবিটা গত সপ্তাহে সুইস ফটোগ্রাফার তিজিয়ানা ভারগারি একটা হ্যাশট্যাগ প্রজেক্টের অংশ হিসেবে ইস্টাগ্রামে পোস্ট করেছিলেন। কিন্তু তারপর থেকে সেটা সোস্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে তো খাচ্ছেই। এর মধ্যেই প্রায় ১৩ হাজার বার ছবিটি শেয়ার হয়ে গেছে। হাজার হাজার লোক কমেন্ট করছেন। কেউ বলছেন মেয়ের সংখ্যা দুই, কেউ চার, কেউ পাঁচ। কেউ কেউ বলছেন ১৩।

যারা দুই বলছেন, তাদের যুক্তি হলো, এখানে মেয়ে দুটি, বাকিরা আয়নায় প্রতিফলিত। হ্যাঁ। এই জবাবটাই সত্যি। ভারগারিও বলেছেন, ছবিতে মেয়ের সংখ্যা ঠিক দুটি। খুব সম্ভবত তারা তার দুই দুই মেয়ে।


পিএনএস/বাকীবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন