মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি মহিলার শ্লীলতাহানি!, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  22-01-2018 07:17PM

পিএনএস ডেস্ক : যে ট্রেন প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন করে, সেই ট্রেনেই এবার উঠল শ্লীলতাহানির অভিযোগ৷ ভারতের মাটিতে নির্যাতনের শিকার হলেন বাংলাদেশি এক মহিলা৷ তাও এবার অভিযোগ তির এমন একজনের দিকে, যিনি এবার ট্রেনের যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন৷

স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে৷ এই ঘটনায় বাংলাদেশের কাছে ভারতের মুখ পুড়ল বলেই মনে করছেন কেউ কেউ৷ ফলে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে সবপক্ষ৷

তবে জিআরপির একটা সূত্র থেকে জানা গিয়েছে, সোমবার কলকাতা স্টেশন থেকে বাংলাদেশ অভিমুখে ছাড়ে মৈত্রী এক্সপ্রেস৷ ট্রেনের এক মহিলা যাত্রী শৌচালয়ে যান৷ সেখানেই এক বিএসএফ জওয়ান ওই মহিলার শ্লীলতাহানি করেন৷ ট্রেন যখন গেদে সীমান্তে পৌঁছয়, তখন সেখানে টিকিট পরীক্ষকের কাছে অভিযোগ জানান ওই মহিলার স্বামী৷ এর পর গেদে স্টেশনেই অভিযোগ নথিভুক্ত হয়৷ তবে ঘটনাটি ঘটেছে দমদম থেকে ব্যারাকপুর স্টেশনের মধ্যে৷ তাই এই ঘটনার তদন্ত করবে দমদম জিআরপি৷

প্রসঙ্গত, এর আগে মৈত্রী এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে ছিল জিআরপি ও আরপিএফ৷ পরে তা বদলে ওই ট্রেনের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয় বিএসএফের হাতে৷ এখন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাই কলকাতা থেকে গেদে পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকেন৷ রেলমন্ত্রকের তরফেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কলকাতা থেকে বনগাঁ দিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগকারী আর একটি ট্রেন বন্ধন এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন বিএসএফ জওয়ানরা৷

ফলে ট্রেনের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল৷ বিশেষ করে অভিযোগকারী মহিলা বাংলাদেশি নাগরিক হওয়ায়, বিষয়টি হইচই শুরু হয়েছে৷ তাই দমদম জিআরপি বিষয়টি গুরুত্ব দিয়েই তদন্ত শুরু করেছে৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন