খালেদা জিয়ার দণ্ডিত হবার বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন রয়েছে : যুক্তরাষ্ট্র

  09-02-2018 10:59AM


পিএনএস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায়ের বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। খালেদা জিয়ার রায়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে নয়াদিগন্তের যুক্তরাষ্ট্র সংবাদদাতাকে ইমেইলে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র এসব কথা জানান।

বাংলাদেশকে স্বচ্ছ বিচারের নিশ্চয়তা দিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে উৎসাহ দিচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। বিরোধী দলের কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ কওর যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিটি নাগরিকের সুষ্ঠু বিচারের নিশ্চিত করার প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশে জনগণ তাদের ব্যাক্তিস্বাধীনতার সম্মানের অংশ হিসেবে যাতে করে শান্তিপূর্ন সমাবেশের অনুমতি পায় সেদিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে এবং তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ যেন করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

পররাষ্ট্র দফতর সূত্রে জানা যায়, বাংলাদেশের ঘটনাবলী পর্যালোচনা শেষে আগামী সপ্তাহে বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান আরো স্পষ্ট করা হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন