বই মেলায় ক্রীড়ালেখক সমিতির সভাপতি মোস্তফা মামুনের জনপ্রিয় পাঁচটি বই

  11-02-2018 08:05PM

পিএনএস (জে এ মোহন) : মোস্তফা মামুন। মূলত কিশোরদের জন্য লেখলেও তরুণ এবং যুবক মহলে সমান জনপ্রিয়। এযাবত তাঁর ৮০ টির মত বই প্রকাশ হলেও সবচেয়ে বেশী পাঠক প্রিয়তা পেয়েছে ক্যাডেট নম্বর ৫৯৫, কলেজ ক্যাপ্টেন, ভাইস প্রিন্সিপাল স্যার, দ্বিতীয় প্রিয় মানুষ, রিমি আজ চলে যাবে, বাবা বিরোধী কমিটি, গাধা জহির মাস্তান রাজিব। এসব উপন্যাসের পাশাপাশি রয়েছে গোয়েন্দা সিরিজ; তনু কাকা।

এবারের একুশে বইমেলা ২০১৮'তে মোস্তফা মামুনের নতুন বই প্রকাশিত হবে পাঁচটি:-

‘বুলেটবাহিনী', 'ক্যাম্পাস ১৯৯৫', 'রূপালী রাজপ্রাসাদ' , 'তনু কাকা সমগ্র ২'' ও ‘সেরা সাত কিশোর উপন্যাস’ বামহাতি বাবলু, ম্যাজিক বয়, পিস্তলের মুখে তনু কাকা, লিডার রবি, ক্যাডেট নাম্বার ৫৯৫, গাধা জহির মাস্তান রাজীব, বাবাবিরোধী কমিটি ।

কিশোর গোয়েন্দা সিরিজঃ 'তনু কাকা সমগ্র ২''
প্রকাশনীঃ পার্ল পাবলিকেশন্স
------------------------------------
* ত্রিনিদাদে তনু কাকা
* পিস্তলের মুখে তনু কাকা
* চণ্ডীগড় থেকে সিমলার পথে তনু কাকা
* অপহরণের চিঠি
* অস্ট্রেলিয়ান বালিকা


'ক্যাম্পাস ১৯৯৫'
প্রকাশনীঃ অনন্যা
------------------------------
মিতুলকে ভাবতে দেখে ফখরু জিজ্ঞেস করে, ‘কী দোস্ত, পলিটিক্স করবা?’
‘না।’
‘প্রেম-ট্রেম করবা সিরিয়াসলি?’
‘না। সেরকম কোনো টার্গেট নাই।’
‘তাইলে চাকরি-বাকরি শুরু করবা?’
‘না। টাকা-পয়সার এখনই অত দরকার নেই। আর খুব দরকার হইলে টিউশনি করব।’
‘আবৃত্তি-বিতর্ক-সমাজসেবা এইগুলোর ইচ্ছা আছে?’
‘আছে। তবে খুব বেশি না।’
‘তাইলে তোমার জন্য পলিটিক্সটা ভালো ছিল। ইউনিভার্সিটিতে যাদের আলাদা কইরা এইগুলা কিছুর টার্গেট নাই তারাই পলিটিক্স করে।’
‘তাই নাকি?’
‘হুঁ। কারণ কি জানো?’
‘কী?’


'বুলেটবাহিনী' প্রকাশিত হচ্ছে, আলোঘর প্রকাশনা থেকে।
------------------------
বুলেটভাইয়ের ধারণা সে হচ্ছে জগতের সবচেয়ে চালাক মানুষ। আর বাকিরা সব বোকার হদ্দ। এর মধ্যে আমি কী করে এক নম্বর বোকা সেটার একটা ছোট্ট ইতিহাস আছে। একটু পরে বলছি।

কিশোর গোয়েন্দা সিরিজঃ তনু কাকা
'রূপালী রাজপ্রাসাদ' প্রকাশনীঃ পার্ল পাবলিকেশন্স।

সাব্বির মামা বিদ্রুপের গলায় বলল, ‘আমাদের রাজপ্রাসাদ আর স্যান্ডো গেঞ্জির বুকপকেট একই কথা। পাতি জমিদারদের বাড়ি দেখেই আমরা উহ-আহ করতে থাকি। বিশ্ব মানদণ্ডে এগুলো গোয়ালঘরের চেয়ে বেশি কিছু না।’

প্রতি মিশনে সাব্বির মামা নতুন একেকটা বাণী নিয়ে হাজির হয়। সারাক্ষণ সেই বাণী আউড়ে পাগল করে দেবে। এবাবের বাণী হচ্ছে, এই বিশ্ব মানদণ্ড। যেকোনো কিছুতেই বলছে, বিশ্ব মানদণ্ডে এর অবস্থান কী? তনু কাকাকেও একটু আগে হালকা অপমান করল। বলল, ‘এই যে আপনি হিল্লি-দিল্লি করে বেড়াচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত বিশ্ব মানদণ্ডে আপনার অবস্থান কী?’

আমরা অবশ্য বিশ্ব মানদণ্ড নিয়ে চিন্তিত নই। চিন্তিত রূপালী রাজপ্রাসাদটা নিয়ে। যে রাজপ্রাসাদে মানুষ ঢুকে গিয়ে আর ফেরত আসছে না, সেটা নিয়ে চিন্তিত হতেই হয়। গত এক বছরে চারজন ঢুকেছে, কেউই ফিরে আসেনি।
কাকা বলল, ‘সাহস আছে?’বললাম, ‘একটু ভয় লাগছে।’..............

পেশায় ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এর আগের পড়াশুনা সিলেট ক্যাডেট কলেজে। জন্ম ও বেড়ে ওঠা মৌলভীবাজার কুলাউড়ায়।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন