দুর্নীতি সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

  22-02-2018 07:08PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশে ২০১৭ সালে দুর্নীতি তুলনামুলক কমেছে। বৈশ্বিক দুর্নীতি ধারণা সূচকে এবছর বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। বাংলাদেশ ১০০ এর মধ্যে এবছর স্কোর করেছে ২৮। ২০১৬ বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ তম, স্কোর ছিল ২৬।

আজ বৃহস্পতিবার জার্মানির বার্লিন থেকে সারাবিশ্বে একযোগে প্রকাশিত টিআই-এর ২০১৮ সালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিন থেকে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়েছে।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ গত বছরের তুলনায় দুর্নীতি সূচকে দুই ধাপ আগালেও এদেশের দুর্নীতি ব্যাপকতা এখনো উদ্বেগজনক।

তিনি আরো বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ কিছুটা ভালো করলেও নানাদিক থেকে ঘাটতি রয়েছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা যেই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন