এবার যারা হজের নিবন্ধন করতে পারবেন

  23-02-2018 09:30AM

পিএনএস ডেস্ক: সরকারি ব্যবস্থাপনায় ১৬ হাজার ৭৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় তিন লাখ ৫২ হাজার ২৯২ নম্বর পর্যন্ত প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা চলতি বছর হজের নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ‘সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে যারা নিবন্ধন করতে পারবেন না, তাদের পরবর্তী কার্যক্রম জাতীয় হজ এবং ওমরাহ নীতির অনুচ্ছেদ ৩.১.৯ অনুযায়ী নির্ধারিত হবে। আর যারা নিবন্ধন করবেন তারাই হজে যেতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ক্রমিকের মধ্যে যারা নিবন্ধন করবেন না তাদের পরবর্তী কার্যক্রম জাতীয় হজ এবং ওমরাহ নীতির অনুচ্ছেদ ৩.১.৯ অনুযায়ী নির্ধারিত হবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন