দেশে প্রায় ৭৫ হাজার কারাবন্দি : আইজি প্রিজন

  18-03-2018 05:02PM

পিএনএস ডেস্ক : দেশের বিভিন্ন কারাগারে গড়ে প্রায় ৭৫ হাজার বন্দি থাকে। তবে তাদের মধ্যে ৩৫ দশমিক ৯ শতাংশ মাদকের সঙ্গে সংশ্লিষ্ট। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

রবিবার বেলা পৌনে ১১টার দিকে কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির হন আইজি প্রিজন। কারা সপ্তাহ ২০১৮ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, অভিনব কায়দায় কারাগারে মাদক ঢুকছে। কেউ গিলে মাদক আনছে। শুকনা মরিচের ভেতরে করে আনছে। কেউ আনছে পেঁয়াজের ভেতরে করে।

তবে কারারক্ষীদের ভুল ও সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন আইজি প্রিজন। তিনি বলেন, ‘আমাদেরও অনেক ভুল-ত্রুটি আছে। কারারক্ষীর সংখ্যাও কম।’

বিপথগামী কারারক্ষীদের প্রসঙ্গে তিনি বলেন, গত এক বছরে কমপক্ষে ২০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন