২ ঘন্টা বিলম্বের পর শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চলাচল শুরু

  18-04-2018 04:28AM

পিএনএস ডেস্ক:প্রায় দুই ঘন্টা বিলম্বের পর আবহাওয়া ফেরি চলাচলের উপযোগী হওয়ায় দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার তীব্র ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির কারণে রাত পৌনে ১২টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে ফেরিগুলো ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঝড়ো হাওয়া ও বজ্র বৃষ্টি কমে যাওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট এলাকায় দেড়শত পণ্যবাহী ট্রাক, বাস ও প্রাইভেটকার ঘাট এলাকায় পারের অপেক্ষায় অবস্থান করছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন