আসছে মাসে ৭টি কালবৈশাখীর পূর্বাভাস

  22-04-2018 02:52PM

পিএনএস ডেস্ক:এপ্রিলের শেষ থেকে মে মাসের শেষ নাগাদ অন্তত সাতটি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এসময় কয়েকটি নৌবন্দরকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, শুক্রবার কালবৈশাখী ঝড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক গাছ উপড়ে পড়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কালবৈশাখীর তাণ্ডবে শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় ভেঙ্গে পড়েছে অন্তত ৩০টি গাছ। কৃষ্ণচূড়া, কড়ই, আমসহ উপড়ে পড়েছে বিভিন্ন গাছ। ভেঙ্গেছে ল্যাম্পপোস্টের খুঁটিও। এছাড়া, চন্দ্রিমা উদ্যান, মোহাম্মাদপুরেও কালবৈশাখীতে বেশকিছু গাছ উপড়ে পড়েছে।

আবহাওয়া অফিস বলছে, এপ্রিলের শেষে আরো দু-থেকে তিনটি এবং মে মাসে অন্তত চারটি কালবৈশাখী হতে পারে। ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, সিলেটের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন