প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি অনন্য অর্জনের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

  24-04-2018 03:33PM


পিএনএস ডেস্ক: আরেকটি বড় অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে নারীকে মূল ধারায় সম্পৃক্ত করার স্বীকৃতি হিসেবে এ বছর ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেতে যাচ্ছেন শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

মন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার সিডনিতে ২৭ এপ্রিল ‘গ্লোবাল সামিট অব উইমেন-২০১৮’-এ এই পুরস্কার দেওয়া হবে। ২৬ থেকে ২৮ এপ্রিলের এ সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যাবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় ওই সফরে সিডনিতে কমনওয়েলথ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে শিক্ষা, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন ও বাণিজ্য, বিনিয়োগসহ দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন