রমজান উপলক্ষে ৬ মে থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  25-04-2018 01:15AM

পিএনএস ডেস্ক:পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি) আগামী ৬ মে থেকে সারাদেশে স্বল্প মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। যা, ঈদ উল ফিতর পর্যন্ত চলবে।

টিসিবি'র পরিচালক মো. রুহুল আমিন খান এ তথ্য জানান। তিনি বলেন, এই কর্মসূচির আওতায় রাজধানীসহ দেশজুড়ে ভোজ্য তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর বিক্রি করা হবে।

তিনি আরও বলেন, সারাদেশে ২ হাজার ৭৮৪ জন ডিলার এবং ১৮৭ টি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ডিলার তিন কিস্তিতে সব পণ্য পাবেন এবং মানুষ তাদের কাছ থেকে নির্দিষ্ট এই পণ্যগুলো কিনবেন।

এ ছাড়াও, সারাদেশে ১০ টি খুচরা বিক্রয় কেন্দ্র থেকে কার্যক্রম এর চালানো হবে। এর মধ্যে ঢাকা শহরে তিনটি এবং বাকি সাতটি বিভাগীয় শহরগুলোতে। ট্রাকে করে ঢাকায় ৩৫টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, প্রতিটি বিভাগীয় শহরে পাঁচটি স্থানে এবং প্রত্যেকটি জেলা শহরে দু’টি স্থানে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

সূত্র: বাসস

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন