কেন্দ্রীয় শহীদ মিনারে কবি বেলালের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

  25-04-2018 12:19PM


পিএনএস ডেস্ক: ষাটের দশকের অন্যতম জনপ্রিয় কবি বেলাল চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হয়েছে। তাকে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সমাগত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ভক্ত পাঠকবৃন্দ।

বুধবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কবিতায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য তিনি দুই বাংলায়ই পরিচিত।

২০১৭ সালের আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে কবি বেলাল চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসায় তার অবস্থার কোনো উন্নতি হয়নি।

এ ছাড়া দেখা দিয়েছে তার বার্ধক্যজনিত নানা রোগ। সম্প্রতি তার শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

বেলাল চৌধুরী একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন