পাসপোর্ট ও নাগরিকত্ব এক নয়: ডিজি

  26-04-2018 12:51PM


পিএনএস ডেস্ক: পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্টের সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পাসপোর্ট অধিদপ্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল মাসুদ রেজওয়ান জানান, তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট ছাড়া লন্ডনে অবস্থান করছেন। মেয়াদ শেষ হওয়ায় তিনি ২০১৪ সালে লন্ডনে বাংলাদেশি পাসপোর্ট জমা দিয়েছেন, এখনো নতুন পাসপোর্ট নেননি।

তিনি আরো বলেন, নতুন করে তিনি পাসপোর্টের আবেদন করতে পারবেন না। তবে আবেদন করলেও তিনি কোনো পাসপোর্ট পাবেন না কারণ তার জাতীয় পরিচয়পত্র নেই। জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হলে তাকে বাংলাদেশ দেশে আসতে হবে।

পরে অবশ্য নতুন পাসপোর্টের জন্য তারেক রহমান আবেদন করেননি। তবে ব্রিটিশ ট্রাভেল পাস নিয়ে তিনি বাংলাদেশে আসতে পারেন।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন