রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন প্রিয়াঙ্কা

  21-05-2018 05:25PM

পিএনএস ডেস্ক : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন হলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়ে এই তারকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে বাংলাদেশে এসেছেন।

সোমবার বিকেল ৪টায় টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন প্রিয়াঙ্কা। সেখানে ১০ মিনিট ছিলেন তিনি।

সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে তিনি বেলা সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান। উঠেছেন পিসি ইনানীর পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে।

আগামী মঙ্গলবার সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর তিনি বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন