কাল খুলছে সরকারি অফিস

  17-06-2018 01:37PM

পিএনএস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি অফিস খুলবে সোমবার (১৮ জুন)। এবার ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকুরেরা। তবে এর মাঝে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বাড়তি ছুটি পেয়েছেন মাত্র একদিন।

এক মাস রোজা পালন শেষে শনিবার (১৬ জুন) সারাদেশে মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে রাজধানী এখন ফাঁকা। নাড়ির টানে গ্রাম ফেরা মানুষ আজ ও সোমবার থেকে আবারও ঢাকায় ফিরতে শুরু করবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবার ঈদের ছুটি তিনদিন থাকায় দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই সোমবার অফিসে যোগ দিতে পারবেন না। তারা আরও দু’একদিন ছুটি নিয়েছেন।

তারা আরও বলেন, সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ছুটির আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসেও। মূলত আরও দু’একদিন পর থেকেই পুরোদমে অফিস শুরু হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন