গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না : সিইসি

  20-06-2018 04:13PM

পিএনএস ডেস্ক : আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে সকালে গাজীপুর পৌঁছান প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, গাজীপুর সিটি নির্বাচনে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। এ নির্বাচনে ৬টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, গাজীপুরে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অত্যন্ত স্বাভাবিক রয়েছে। এই পরিস্থিতি নির্বাচন পর্যন্ত থাকবে বলে আমি আশা করছি। সিটি নির্বাচনে যেনো, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

এসময় ইসি সচিব বলেন, খুলনা সিটি নির্বাচন থেকে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা গাজীপুরে কাজে লাগানো হবে।

আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন