টাঙ্গাইলেসড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৯

  25-06-2018 10:24AM

পিএনএস ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক উল্টে খাদে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৯ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৫টার দিকে কালিহাতী বাসস্ট্যান্ড পৌর এলাকার সাতুটিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, তারা সকলে নির্মাণ শ্রমিক। ছুটি শেষে গাইবান্ধা থেকে দুটি ট্রাকযোগে অন্তত একশ’ জন সিলেটের হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। টাঙ্গাইলের কালিহাতী থানার কাছে সাতুটিয়া ব্রিজের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩৫ ফিট নিচে পড়ে যায়। এতে গুরুতর আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, থানার কাছে সাতুটিয়া এলাকায় সেতু পার হওয়ার সময় একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর চারজনের মৃত্যু হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকালে গুরুতর আহতদের হাসপাতালে আনা হয়। এদের মধ্যে পাঁচজন মারা যায়। বাকি ২৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন