পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার নয় : নির্বাচন কমিশনার

  17-07-2018 10:30PM

পিএনএস : নির্বাচনে সহিংসতারোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘কোনো সাজানো মামলায় বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। প্রয়োজনে পোলিং এজেন্টদের তালিকা নির্বাচন কমিশন ও পুলিশের কাছে দিতে হবে। যাতে তারা হয়রানির হাত থেকে রক্ষা পান।’

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বিভাগীয় সমন্বয় সভায় এ নির্দেশ দেন।

নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ আছে উল্লেখ্য করে শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচনী পথসভায় যে ঘটনা ঘটেছে এ ধরনের যেন কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটাতে বা প্রভাভিত করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে।’

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদসহ রাজশাহী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন