প্রচণ্ড বাতাসে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

  21-07-2018 03:12PM

পিএনএস ডেস্ক :প্রচণ্ড বাতাসে পদ্মানদীতে উত্তাল ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

শনিবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধর বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ এর ট্রাফিক ইনস্পেক্টর ফরিদুল আলম ।

পাটুরিয়া ঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টা পর থেকে প্রচণ্ড বাতাসে নদীতে উত্তাল ঢেউয়ের শুরু হয়। এতে করে নৌরুটে দুর্ঘটনা এড়াতে দুপুর ১২টা থেকে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রাখা হয়।

তবে লঞ্চ চলাচল না করলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে ওই নৌরুটে। এতে করে ফেরিতে করে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। সর্বশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও অর্ধশত যাত্রীবাহী বাস নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন