বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে ইমরানের রিট

  23-07-2018 03:39PM

পিএনএস ডেস্ক : বিদেশ যেতে ‘বাধা’ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ এবং বিদেশ যাওয়ার অনুমতি দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছে ইমরান এইচ সরকার। এ তথ্য ইমরান নিজেই নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে তিনি জানান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম তার পক্ষে শুনানি করবেন।

ইমরানের রিট আবেদনের ওপর সোমবার (২৩ জুলাই) বেলা ২টার দিকে হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হতে পারে।

উল্লেখ্য. গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বিদেশ যেতে ‘বাধা’ দেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তোলা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন ইমরান এইচ সরকার। তবে এ সময়ে প্রশাসনের বাধার মুখে পড়েন তিনি। বিমানে ওঠার পর সেখান থেকে তাকে ফেরত পাঠানো হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন