কমলাপুরে টিকেট বিক্রি শুরু

  11-08-2018 01:26PM


পিএনএস ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টাখানেক ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি বন্ধ থাকার পর আবারও টিকেট বিক্রি শুরু হয়েছে । শনিবার সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।

সকাল ১০টার দিকে সার্ভারে ত্রুটি দেখা দিলে টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়। প্রায় একঘন্টা পর সার্ভার সচল হলে বেলা সোয়া ১১ টার দিকে আবার টিকেট বিক্রি শুরু হয়।

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট পেতে শনিবার ভোর থেকেই যাত্রীরা ভিড় করেন কমলাপুর রেলস্টেশনে। আবার অনেকেই শুক্রবার রাত থেকেই স্টেশনে অবস্থান করছেন। গত চারদিন ধরে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকেট। তবে অন্য যেকোনো দিনের চেয়ে আজ ভিড় সবচেয়ে বেশি।

কারণ, চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দুদিন আগের টিকেট বিক্রি হচ্ছে আজ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন