সৌদি আরবে ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  12-08-2018 04:04PM

পিএনএস ডেস্ক :সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো তিন বাংলাদেশি মারা গেছেন। শনিবারে (১১ আগস্ট) তাদের মৃত্যু হয়। মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ের কাউন্সিলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশার নাজমুল হোসাইন (৪১), চট্টগ্রাম বাঁশখালী সাধনপুরের গোলাম রহমান (৬১) ও শেরপুর জেলার মঈন উদ্দিন (৭৪)।

বাংলাদেশ হজ অফিসের সবশেষ তথ্যানুযায়ী এ পর্যন্ত ৩২১টি ফ্লাইটে এক লাখ নয় হাজার ৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৫৭টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৬৪টি ফ্লাইট।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। গত ১৪ জুলাই হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর আগামী ২৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ছাড়বে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন