‘সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোথাও পশুবাহী ট্রাক আটকানো যাবে না’

  13-08-2018 12:53PM

পিএনএস ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া দেশের কোথাও পশুবাহী ট্রাক আটকানো যাবে না।

সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এর আগে ১০ আগস্ট চাঁদপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ছাত্র আন্দোলনে ইন্ধনদাতাদের চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

ওইদিন দুপুরে চাঁদপুর পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন। অনুষ্ঠানে নারী পুলিশ ব্যারাক, পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস জামে মসজিদের উদ্বোধন করেন।

তিনি আরো বলেন, সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে অনুপ্রবেশকারীরাই সহিংসতা চালিয়েছে। ফলে তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন