৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  16-08-2018 12:26AM

পিএনএস ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে মক্কা নগরীতে আরও ৫ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

১৪ আগস্ট এই ৫ জন হজযাত্রী মারা যান। মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

৫ বাংলাদেশি হজযাত্রী হলেন- চাঁপাইনবাবগঞ্জের রাধানগরের মো. আবুল কালাম (৬৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩) ও চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ৬ জন নারী ও ৩৪ জন পুরুষ।

১৫ আগস্ট সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৪৮টি ফ্লাইটে ১ লাখ ২০ হাজার ৭৯৭ জন হজযাত্রী সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন