‘বর্জ্য পরিষ্কারে সকল উদ্যোগ নেওয়া হয়েছে’

  19-08-2018 02:36PM


পিএনএস ডেস্ক: পবিত্র কোরবানীর পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

রোববার (১৯ আগস্ট) নগর ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত এক দিক নির্দেশনামূলক সভায় এ ঘোষনা দেন তিনি।

গত কোরবানীর ঈদেও একই উদ্যেগে সফল হয়েছিলেন তিনি।

মেয়র বলেন, গত ৩ বছর আমরা ঘোষণা দিয়ে বর্জ্য পরিষ্কারে সফল হয়েছি। এবারো ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করবো। কোরবানীর জন্য আমরা স্থান নির্ধারণ করে দিয়েছি। যারা বাড়ির আঙ্গিনায় করবেন তারা বর্জ্যগুলো নিজ দায়িত্ব করপোরেশনের কন্টিনারে দিবেন।

মেয়র আরো বলেন, ঢাকায় ঈদের পর দুদিন পর্যন্ত কোরবানী হয়। সে বর্জ্যগুলোও যেন দ্রুত পরিষ্কারের সকল প্রয়েজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা বিভাগে সবার ছুটি বাতিল করাসহ ৫২০০ কর্মী কাজ করবেন। সেই সাথে প্রায় ২ লাখ ব্যাগ ও ব্লিচিং পাউডারও বিনামূল্যে প্রদান করা হবে।

তিনি বলেন, বৃষ্টি হলে কোরবানী করবেন না। একটু অপেক্ষা করবেন। যদি কোন নাগরিকের বাসার সামনে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার নাহলে হট লাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করার অনুরোধও জানান মেয়র।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান বর্জ্য ব্যাবস্থাপক এয়ার কমডোর জাহিদ হোসেন ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন