‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়তে পারে’

  20-08-2018 05:29PM

পিএনএস ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়তে পারে। এ বিষয়ে আলোচনা চলমান বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে শফিউল আলম বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমরা আলোচনা করছি, বাড়ানো হতে পারে।

পরে এক প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, আশা করি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়তে পারে। খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানতে পারবেন।

তবে অবসরের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর বিষয়ে কোনো নির্দেশনা নেই বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা ৩২ বছর।

দেশে বেকারত্বের পরিমাণ বৃদ্ধি, উচ্চশিক্ষার হার, শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট ইত্যাদি কারণে চাকরি দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন চাকরিপ্রত্যাশীরা।

মাস দু'য়েক আগে জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন