রাজধানীতে গরুর গুঁতোয় প্রাণ গেল এক ব্যক্তির

  20-08-2018 07:43PM

পিএনএস ডেস্ক : পুরান ঢাকায় গরুর গুঁতোয় একজন মারা গেছেন। আজ সোমবার দুপুরে ঢাকার পোস্তগোলা এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর বয়স ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং পথচারী শরিফ ও হাসনাত নামে দুজন জানান, পোস্তগোলার হরি চরণ রায় রোড এলাকা দিয়ে দুপুরে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় পাশের পশুর হাট থেকে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। গরুটি ছুটে গিয়ে ওই পথচারীকে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বলেন, আহত অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন