আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অধিবেশনে বাংলাদেশ

  17-09-2018 09:17PM

পিএনএস ডেস্ক : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তরে সংস্থাটির ৬২তম সাধারণ অধিবেশন ১৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়েছে। যা ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে ১৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশের প্রতিনিধি দল যোগ দিয়েছে। দলের নেতৃত্ব দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের এম বিল্ডিংয়ে অনুষ্ঠিত এই অধিবেশনে উদ্বোধনী বক্তব্য রাখেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ভারপ্রাপ্ত ডাইরেক্টর জেনারেল। তার বক্তব্যের পর ধারাবাহিকভাবে বেশ কটি দেশের প্রতিনিধি দলের নেতা বক্তব্য রাখেন।

এবারও অধিবেশন এলাকায় বাংলাদেশের একটি স্টল রয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন