‘বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থি পরিবেশের উপর প্রভাব ফেলছে’

  20-09-2018 09:33AM


পিএনএস ডেস্ক: ইউএনডিপি, ইউএন উইমেন এবং বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং পরিবেশের উপরে এর প্রতিক্রিয়া বিষয়ে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে, গত বছরের আগস্টের পর থেকে এ পর্যন্ত মায়ানমার থেকে আগত কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গার কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৪ হাজার ৩শ একর এলাকার পাহাড় ও বনাঞ্চল কেটে ফেলা ও পরিপূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

আর প্রতি মাসে ৬ হাজার ৮শ টন গাছ-গাছালি ব্যবহার করছে রোহিঙ্গারা। প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার টিউবওয়েল ব্যবহারের কারণে পানির স্তরও নিচে নেমে যাচ্ছে-যাতে পাহাড় ধসসহ নানা ঝুকির সৃষ্টি হচ্ছে।

এ্যকশন এইড বাংলাদেশের প্রধান ফরাহ কবীর এই সংকট থেকে উত্তরণের উপায় সম্পর্কে তার সুপারিশ উপস্থাপন করেছেন। প্রতিবেদনে বলা হয়, এখনই যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে কক্সবাজারের বিশাল এক এলাকা অপরিবর্তনীয় সীমাহীন ক্ষতির মুখে পড়বে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন