ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে দুদকে তলব

  11-10-2018 08:56PM

পিএনএস ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রান্সকম গ্রুপের সিইও ও চেয়ারম্যান লতিফুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সংস্থাটির উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তলব করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, আগামী ১৮ই অক্টোবর রাজধানীর সেগুনবাগিচাস্থ দুদকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য লতিফুর রহমানকে তলব করা হয়েছে।

দুদক সূত্র জানায়, ট্রান্সকম গ্রুপের এ চেয়ারম্যান গ্যাস বিল, বিদ্যুৎ বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে সরকারি জমি দখলের অভিযোগের কথাও জানিয়েছে দুদক। এজন্য ১৮ই অক্টোবর সকাল ১০টায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয় নোটিশে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন