সক্ষমতা সূচকে বাংলাদেশের চার ধাপ পিছিয়েছে

  17-10-2018 12:56PM

পিএনএস ডেস্ক : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) চার ধাপ পিছিয়েছে বাংলাদেশে। এবারের তালিকায় ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৩। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯। এবারের তালিকায় ৯৯তম স্থানে রয়েছে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া।

এই সূচক তৈরি করতে একটি দেশের ব্যবসা প্রতিষ্ঠান, অবকাঠামো, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ, শ্রমবাজারের দক্ষতা, বাজারের আকার, ব্যবসায় উন্নতি ও উদ্ভাবন প্রভৃতি বিষয় বিবেচনা করা হয়।

এবারের তালিকায় শীর্ষ ১০-এ থাকা দেশগুলো হলো যথাক্রমে- সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ড, হংকং, যুক্তরাজ্য, সুইডেন ও ডেনমার্ক। আর ভারতের অবস্থান ৫৮তম।

প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরে বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ১০৬তম। তার আগের অর্থবছরে অবস্থান ছিল ১০৭তম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন