সিপিডির গবেষণা : গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে

  17-10-2018 05:09PM

পিএনএস ডেস্ক : গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে বলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর এক গবেষণায় তুলে ধরা হয়েছে। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে ব্যবসায়ীকদের মূল্যায়ন নেতিবাচক দিকে গেছে। ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়ে বিভিন্ন প্রেক্ষাপটের উপর ভিত্তি করে সংবাদপত্রের অবস্থান তুলে ধরেন ব্যবসায়ীরা। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ব্যবসায়ীরা অন্যান্য বছরের গণমাধ্যম নিয়ে কথা বললেও এবার তারা উদ্বিগ প্রকাশ করেছেন।

প্রতিবেদন প্রকাশ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন ও সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন