আজ প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব

  19-10-2018 01:58AM

পিএনএস ডেস্ক :রাজধানীসহ দেশব্যাপী আজ শুক্রবার দর্পণ-বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসব শেষ হবে।

গত সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়। পরের দিন মঙ্গলবার সকালে নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্যদিয়ে উদযাপিত হয় মহাসপ্তমী পূজা, যা দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বুধবার কুমারী পূজার পর হয় মহাঅষ্টমীর সন্ধিপূজা। দুর্গোৎসবের চতুর্থ দিনে বৃহস্পতিবার সারাদেশে মহানবমী উদযাপিত হয়।

আজ বিজয়া দশমীতে ঢাকা মহানগরী ও এর আশপাশের এলাকার বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা এবং সারাদেশে বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে হিন্দু ধর্মাবলম্বীরা দেবীদুর্গাকে বিসর্জন দিবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের হিসাব অনুযায়ী, এবার সারাদেশে ৩১ হাজার ২৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। আর রাজধানী ঢাকাতে এবার পূজা অনুষ্ঠিত হয় ২৩৪টি মণ্ডপে। গত বছর সারাদেশে ২৯ হাজার ৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল এবং রাজধানী ঢাকায় মণ্ডপের সংখ্যা ছিল ২২৫টি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন