উত্তরখানে বাসায় আগুনে জীবিত শেষ জনেরও মৃত্যু

  21-10-2018 11:46AM


পিএনএস ডেস্ক: রাজধানীর উত্তরখানের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবিত শেষ জনেরও মৃত্যু হলো। নিহতের নাম সাগর (১২)। এ নিয়ে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সাগর ৬৬% শতাংশ দগ্ধ অবস্থায় আশঙ্কাজনক ছিল। শনিবার রাতে সে মারা যায়। এছাড়া আঞ্জুম আরা (২৫) শরীরের ৬% শতাংশ ও আব্দুলাহ সৌরভ (৫) ১২% শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে একই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। তারা হলেন-মো. আজিজুল হক (২৭) ও তার স্ত্রী মুসলিমা (২০), সুফিয়া (৫০), পূর্নিমা (৩৫) এবং ডাবলু (২৭)।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর উত্তরখানের ব্যাপারিপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন