অবসরে গেলেন দুই সচিব

  23-10-2018 10:12PM

পিএনএস ডেস্ক : একজন সিনিয়র সচিব ও একজন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। যাদের অবসরে পাঠানো হয়েছে তাঁরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণায়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব) মো. মাহফুজুর রহমান এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী। মাহফুজুর রহমানকে আজ ২৩ অক্টোবর এবং অপরূপ চৌধুরীকে ৩১ অক্টোবর থেকে অবসরে পাঠানোর কথা বলা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খানের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ (১৯৭৪ সালের ১২ নম্বর আইন) এর ৪ ধারা মতে অবসর প্রদান করা হলো।

আদেশে বলা হয়, তাঁদের অনুকূলে এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে। বিধি অনুসারে অবসর ও অবসরোত্তর সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন