একুশে পদক পাওয়ায় যুক্তরাজ্যে ইলিয়াস কাঞ্চনকে নাগরিক সংবর্ধনা

  08-11-2018 02:43AM

পিএনএস ডেস্ক: সমাজসেবায় একুশে পদক লাভ করায় যুক্তরাজ্য সফররত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য নিসচা।

সোমবার পূর্ব লন্ডনের ব্লমুন মিডিয়া সেন্টারে আয়োজিত এ সংবর্ধনায় যুক্তরাজ্য শাখা নিসচার সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক জিলুর সঞ্চালনায় সংবর্ধনা সভায় অভিনেতা ইলিয়াছ কাঞ্চন বলেন, নিরাপদ সড়কের দাবিতে এই আন্দোলন শুরু করেছি, আজও শেষ হয়নি। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আমরা নিরাপদ সড়কের দাবিতে অন্দোলন চালিয়ে যাচ্ছি, এ কাজটিকে এগিয়ে নিতে আমরা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি, প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা।

অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, বাংলাদেশ হিউম্যান রাইট কমিশন যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, অভিনেত্রী রোজিনা, কাউন্সিলার ছাদ চৌধরী, কাউন্সিলার মাহফুজুর রহমান, রাজনীতিক তারিফ আহমদ, অধ্যাপক আফজাল সৈয়দ মুন্না।

সভায় বক্তব্য রাখেন সৈয়দ তাজির উদ্দিন মন্নান, শাহ শামীম আহমদ, আ. স. ম মিসবাহ, মেহের নিগার চৌধুরী, হোসনেয়ারা মতিন, রুবি হক, প্রমুখ। সভার শুরুতে যুক্তরাজ্য নিসচাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন নিসচার সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন