বিশৃঙ্খলা করলে কঠোর হাতে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

  10-11-2018 05:07PM

পিএনএস ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচনের সময় কিছুটা উত্তেজনা থাকে। তবে প্রাণহানি কাম্য নয়। এই সময়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

শনিবার (১০ নভেম্বর) দুপুরে মগবাজারের টিএনটি কলোনি মাঠে এক সমাবেশ শেষে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ২ পথচারী নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগে এমন ঘটনা কোনো ভাবেই কাম্য নয়।

উল্লেখ্য, শনিবার সকালে মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিং এলাকায় স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক ও মনোনয়নপ্রত্যাশী ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এতে দুজন পথচারী নিহত হন। নিহতদের নাম আরিফ (১৫) ও সুজন (১৭)।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন