দেশে ফিরেছেন ইরানে আটক হওয়া ১২ বাংলাদেশি

  12-11-2018 02:39AM

পিএনএস ডেস্ক: ইউরোপে যাওয়ার প্রলোভন দেখিয়ে তুরস্ক নিয়ে যাওয়ার সময় ইরানে আটক ১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। রোববার সকালে ইরান থেকে শারজাহ হয়ে এয়ার এরাবিয়ার একটি তারা ফ্লাইটে দেশে ফিরেছেন বলে জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র।

ইউরোপে যাওয়ার প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ইরানে নিয়ে যায় বলে জানান ফিরে আসা কর্মীরা। এরপর ইরান পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলখানায় থাকার পর দেশে ফেরেন তারা।

এদের মধ্যে রয়েছেন- হবিগঞ্জের মো. মোশারিন মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী, আলামিন মিয়া, শহিদ মিয়া ঠাকুরসহ পাবনার ৩ জন, রাজবাড়ির ২ জন, ব্রাহ্মণবাড়িয়ার ১ জন, টাঙ্গাইলের ১ জন এবং নরসিংদীর ১ জন।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, তাদেরকে তুরস্ক দিয়ে ইউরোপে পাচারের চেষ্টা করা হয়েছিল। দীর্ঘদিন জেলে থাকার পর আজকে দেশে ফিরেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন