‘স্বল্প পরিসরে ইভিএম ব্যবহার করা হবে’

  17-11-2018 08:21PM

পিএনএস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বন্দরনগর চট্টগ্রামে স্বল্প পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
শনিবার (১৭ নভেম্বর) বিকেলে নগরের কাজীর দেউড়ির চট্টগ্রাম লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এ কথা জানান তিনি।

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘স্বল্প পরিসরে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হলেও কোন কোন আসনে বা কেন্দ্রে ব্যবহার হবে সে বিষয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কমিশনের অভ্যন্তরীণ আলোচনার পর র্যান্ডমলি এর ব্যবহার হতে পারে।’

ইসি সচিব বলেন, ‘পোস্টার-ব্যানার সরাতে ইতোমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। আগামীকাল পোস্টার ব্যানার অপসারণের শেষ তারিখ। ১৮ নভেম্বরের মধ্যে যদি অপসারণ না হয় তাহলে ১৯ নভেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন, পৌরসভা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব নামানো হবে।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন