বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ইউরোপ

  21-11-2018 01:46PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশের সঙ্গে গতবছর ইউরোপীয় ইউনিয়নের সম্পাদিত ‘ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি’ চুক্তির আওতায় ইউরোপে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু হয়েছে।

তবে শুধুমাত্র যারা চূড়ান্ত আইনি লড়াইয়ের পর অবৈধ ঘোষিত হয়েছেন, শুধুমাত্র তাদের ফেরত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব কাজী তুহিন রসুল। খবর ডয়েচে ভেলের।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর দাবি, ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৯৩ হাজার ৪৩৫ জন বাংলাদেশিকে অবৈধভাবে প্রবেশের সময় আটক করা হয়েছে। চলতি বছর আটক হয়েছেন ৮ হাজার। তারা বলছেন, ইউরোপিয় ইউনিয়নের ২৮ দেশে এক লাখেরও বেশ অবৈধ বাংলাদেশি আছেন। তারা বাংলাদেশকে এই বাংলাদেশিদের ফেরত নিতে বলছে।

তাদের ফেরত না নিলে বাংলাদেশিদের ভিসা দেয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের কথা বলেছিল ইইউ। বাংলাদেশও তাদের ফেরত আনতে সম্মত হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন