সকালে পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রীর জানাজা

  22-11-2018 02:44AM



পিএনএস ডেস্ক: বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার জানাজা নামাজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর পিলখানায় অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ নিজ গ্রামে দাফনের কথা রয়েছে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম ফজিলাতুন্নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মেয়ে-নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর অ্যাম্বুলেন্সযোগে ২৭ অক্টোবর তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচে নেয়া হয়।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তৎকালীন ইপিআরে (বর্তমানে বিজিবি) যোগদান করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ৮ নম্বর সেক্টরে বীরত্বের সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন।

মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ এর ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা থানার গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন