নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

  01-12-2018 03:41PM


পিএনএস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল এবং প্রশিক্ষিত দেশীয় পর্যবেক্ষক পাঠাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের উর্ধ্বতন এক কর্মকর্তা। সম্প্রতি এ বিষয়ে রয়টার্স এক প্রতিবেদন প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে বিরোধী দলের আশঙ্কার মধ্যেই ১২টি পর্যবেক্ষক দল ও কয়েক হাজার স্থানীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন দূতাবাসের সেই উর্ধ্বতন কর্মকর্তা।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম মোয়েলার বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে। প্রত্যেকটি দলে দুজন করে পর্যবেক্ষক থাকবেন, যারা দেশের অধিকাংশ স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

এর আগে, নির্বাচনের ভালো পরিবেশ থাকায় আগামী ৩০ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছে। সূত্র : রয়টার্স।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন