ওয়ারেন্ট ছাড়া কেউ গ্রেফতার হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  02-12-2018 04:50PM

পিএনএস ডেস্ক : আদালতের জারি করা গ্রেফতারি আদেশ (ওয়ারেন্ট) ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। তারা সবসময় বলছে যে গ্রেফতার করা হচ্ছে। আমরা একটি গ্রেফতারও করিনি ওয়ারেন্ট ছাড়া। যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধুমাত্র তাদেরই গ্রেফতার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আপনারা জানেন এখন কিন্তু নিরাপত্তাবাহিনীকে নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। ইসির দিকনির্দেশনা অনুযায়ী গ্রেফতার করেছে কিংবা অ্যাকশনে যাচ্ছে। বিএনপি প্রোপাগান্ডার কৌশল অনুসরণ করছে। শুধু শুধু কাউকে ধরা হচ্ছে না। আমি প্রত্যেকটা গ্রেফতারের বিষয়ে জানি। যাদের ধরা হচ্ছে তাদের বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট আছে।’

তিনি বলেন, ‘মনোনয়নপ্রত্যাশী যেই হোক না কেন তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে নিরাপত্তাবাহিনীর কোনও উপায় থাকবে না গ্রেফতার ছাড়া।’

নির্বাচনকে কেন্দ্র করে গুজব রটনাকারীদের চিহ্নিত করা গেছে কিনা- এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে প্রতিদিন শত শত ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা আসছে। এই গুজব আগেও ছড়িয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এখন আরও বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তাবাহিনী কাজ করছে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তারা গুজব ছড়াবেই নানাভাবে। এই গুজবে আপনারা দেখেছিলেন, বৌদ্ধ বিহার তছনছ হয়ে গিয়েছিল। এগুলো ছড়াতে তারা বেশ দক্ষ।’

এসময় কোনও গুজবে কানা না দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানান মন্ত্রী।

কিছু নামসর্বস্ব পত্রিকা যেসব সংবাদ পরিবেশন করছে তা গ্রহণযোগ্য কি না, কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সবকিছুই আমরা আমাদের তথ্য মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে জানাচ্ছি। তারা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে আমরা সেভাবে কাজ করছি। আমরা সবসময় সজাগ রয়েছি, যাতে এ ধরনের গুজব, মিথ্যা কথা দিয়ে কাউকে বিভ্রান্ত না করতে পারে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন