সকালেই মনোনয়নপত্র ফিরে পেলেন যারা

  07-12-2018 11:55AM

পিএনএস ডেস্ক :একাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা অাপিল শুনানির দ্বিতীয় দিনের সকালেই মনোনয়নপত্র ফিরে পেলেন ১৩ জন প্রার্থী।

শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর অাগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ প্রার্থী তাদের মনোনয়ন ফিরে পেয়েছেন।

এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৬ মো. জিয়াউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ মো. মুসলিম উদ্দিন, চট্টগ্রাম-৭ আবু আহমেদ হাসনাত, ব্রাহ্মণবাড়িয়া-৬ আবদুল খালেক, কুমিল্লা-১ আলতাফ হোসাইন, বরিশাল-২ একে ফাইয়াজুল হক, পটুয়াখালী-১ মো. আবদুর রশিদ, বরিশাল-১ বাদশ মিয়া, বরগুনা-১ মো. মতিয়ার রহমান তালুকদার, ভোলা-১ গোলাম নবী আলমগীর, বরিশাল-২ মাসুদ পারভেজ, ঝালকাঠি-১ বজলুল হক হারুন, পটুয়াখালী-২ মো. শহিদুল আলম তালুকদার।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ১৬০ জন অাবেদনকারীর আপিলে ৮০ প্রার্থী বৈধতা পান। বাতিল বা খারিজ হয় ৭৬ প্রার্থীর আবেদন।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর উপস্থিততে আপিল শুনানি গ্রহণ করা হচ্ছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন