ঝালকাঠিতে ১৪ কিলোমিটার মহাসড়ক সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে

  16-01-2019 04:45PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির ১৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। মহাসড়ক আলোকিত প্রকল্পের আওতায় আজ বুধবার সকাল ১১টায় নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় সৌরবিদ্যুত স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ২০টি সৌরবিদ্যুত প্যানেল ঝালকাঠি সীমান্তে কালিজিরা সেতু থেকে ঝালকাঠি পৌর এলাকা পর্যন্ত সড়কের দুইপাশে স্থাপন করা হবে। দিনে স্বংক্রিয়ভাবে লাইট বন্ধ হয়ে যাবে এবং রাত হলেই তা জলতে থাকবে। প্রতিটি স্ট্রীট সোলার প্যানেলের জন্য ৫৬ হাজার ৪০৯ টাকা করে ব্যায় হচ্ছে।

ভিত্তিফলক অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার মিয়া ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন