২০ জানুয়ারি ঢাকা আসছেন কোইকা প্রেসিডেন্ট

  17-01-2019 02:21AM

পিএনএস ডেস্ক : কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) প্রেসিডেন্ট লি মিন-কিয়ং বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে ২০ জানুয়ারি ঢাকায় আসছেন।

চার দিনের এই সফরে তিনি ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে জানা যায়।

১৯৯৩ সালে বাংলাদেশে কোইকার কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো সংস্থাটির কোনো প্রেসিডেন্ট এখানে আসছেন।

লি মিন-কিয়ং তার সফরকালে দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা জোরদার করতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে বৈঠক করবেন।

এছাড়া তিনি বাংলাদেশে কোইকার উন্নয়ন কর্মসূচি পর্যবেক্ষণ এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গিয়ে বর্তমান পরিস্থিতি দেখবেন। সেখানে তিনি রোহিঙ্গা উদ্বাস্তুদের মাঝে গ্যাস কুকার হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন