নবম ওয়েজবোর্ডের কমিটি পুনর্গঠন

  21-01-2019 09:09PM

পিএনএস ডেস্ক : গণমাধ্যমকর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড-২০১৮ পরীক্ষা-নিরীক্ষার জন্য এর আগে যে কমিটি গঠন করা হয়েছিল তা পুনর্গঠন করা হয়েছে।

আজ সোমবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, ‘নবম ওয়েজবোর্ড গঠনের লক্ষ্যে আগের মন্ত্রিসভার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই কমিটি করা হয়েছিল। যেহেতু নতুন মন্ত্রিসভায় আগের অনেকেই নেই, ফলে কমিটি পুনর্গঠন করে সাত সদস্যের করা হয়েছে।’

সাত সদস্যের নতুন কমিটির প্রধান করা হয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। কমিটির বাকি ছয় সদস্য হলেন- কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন