সরিয়ে নেয়া হচ্ছে সোহরাওয়ার্দী হাসপাতালের রোগীদের

  14-02-2019 08:34PM

পিএনএস ডেস্ক : রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের এই হাসপাতালের নতুন ভবন থেকে ধোঁয়া উড়তে দেখে রোগীদের অনেকে ভয়ে বেরিয়ে আসেন।

জানা গেছে, তৃতীয় তলার পেডিয়াট্রিক্স ও গাইনি বিভাগের স্টোররুম থেকেই আগুনের সূত্রপাত। পরে আগুন ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভারি কালো ধোয়ায় ছেয়ে যায় পুরো হাসপাতাল আঙিনা। সঙ্গে সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে পড়ে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ।

স্থানীয়রা জানান, আগুন লাগার খবরে আতঙ্কিত রোগীরা দলে দলে বেরিয়ে আসতে থাকেন। আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে রোগীদের হাসপাতাল প্রাঙ্গণের মাঠে নামিয়ে আনা হয়েছে। আইসিইউতে থাকা রোগীদের পাশের অন্য হাসপাতালে নিতেও দেখা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন