অপারেটর পরিবর্তনে সবচেয়ে বেশি ছেড়েছে গ্রামীণফোন

  15-02-2019 11:28AM

পিএনএস ডেস্ক : নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সেবা মোবাইল নম্বর পোর্টেবিলিটি সেবা চালুর পর গত চার মাসে (২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত) সংখ্যার হিসাবে বেশি গ্রাহক হারিয়েছে জিপি বা গ্রামীণফোন। অন্যদিকে অন্য অপারেটর থেকে সবচেয়ে বেশি গ্রাহক এসেছেন রবিতে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি।

বিটিআরসি বলছে, ২০১৮ সালের ১ অক্টোবর দেশে এমএনপি চালুর পর চার মাসে গ্রাহক সংখ্যায় দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন হতে গ্রাহক চলে গেছে ৬২ হাজার ৩১৭ জন। আর অপারেটরটিতে এসেছে ১২ হাজার ৩৪৬ জন।

এই সময়ে সব মিলে অপারেটর বদলাতে পেরেছে এক লাখ ৩৩ হাজার ৬২১ জন। এরমধ্যে রবিতে এসেছে ৯৩ হাজার ৮২৮ জন। অপারেটরটি ছেড়ে গেছে ২৩ হাজার ৯১১ জন।

বাংলালিংকে এসেছে ২৫ হাজার ৬১৫ জন গ্রাহক। ছেড়ে গেছে ৪৫ হাজার ৯২ জন। সরকারি অপারেটর টেলিটকে এসেছে এক হাজার ২০০২ জন। অপারেটরটি ছেড়েছে ২ হাজার ৩০১ জন গ্রাহক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন